স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড়বাজার পুরাতনগলির উপগলির ভেতর থেকে বোমাসাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতরাত সাড়ে ৯টার দিকে কর্তব্যরত নৈশপ্রহরী পুরাতনগলির আলিজা কটেজ গলির ওহিদ আলী শাহর বাড়ির অদূরে বোমাসাদৃশ্য বস্তু দেখে চমকে ওঠেন। দ্রুত স্থানীয়দের পাশাপাশি পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ বোমাসাদৃশ্য বস্তুটি উদ্ধার করে। জর্দ্দার কৌটায় টেপ দিয়ে মোড়ানো বোমাসাদৃশ্য বস্তুটি পুলিশ উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখে। কে বা কারা কেন বোমাসাদৃশ্য বস্তুটি গলির ভেতর রেখেছিলো তা অবশ্য নিশ্চিত করে জানতে পারেনি পুলিশ।