মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা জামায়াতের ডাকে জেলায় আধাবেলা হরতাল পালিত হয়েছে। হরতাল চলাকালে জনজীবনে কোনো প্রভাব পড়েনি। গতকাল বুধবার ভোর থেকেই আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল করছে। নিরুত্তাপভাবে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে জেলাজুড়ে। হরতালের পক্ষে রাজপথে কোনো কর্মসূচি চোখে পড়েনি। হরতালের পক্ষে-বিপক্ষে কোনো মিছিল-মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি। শহরে অফিস-আদালত, স্কুল-কলেজ, দোকানপাট খোলা ছিলো। শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ব্যাপক পুলিশ মোতায়েন ছিলো। জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গত রোববার দুপুরে গ্রেফতারের পর গভীররাতে মেহেরপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি তারিক মহাম্মদ সাইফুল ইসলাম যৌথবাহিনীর বন্দুকযুদ্ধে নিহত হন। এর প্রতিবাদে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বুধবার আধাবেলা হরতালের ঘোষণা দেন।