ভারতে চিকিৎসা শেষে ৫ দিনের মাথায় দেশে ফিরে ব্যাপক সংবর্ধিত

সর্বস্তরের মানুষের ঢল : ভালোবাসায় সিক্ত এমপি ছেলুন জোয়ার্দ্দার

স্টাফ রিপোটার: চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন চিকিৎসা শেষে ভারত থেকে দেশে ফিরেছেন। গতকাল বুধবার বেলা ১২টায় তিনি চুয়াডাঙ্গার দর্শনা গেদে সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় হাজার হাজার নেতাকর্মীসহ জেলাবাসী তাকে গণসংবর্ধনা দেয়। ১০ম জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আ.লীগ মনোনীত চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। নির্বাচিত হওয়ার পর থেকেই বিভিন্ন সংগঠন ও নেতাকর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রয়েছে অব্যাহত। গতকাল বুধবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার দর্শনা গেদে সীমান্তে এমপি ছেলুনকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানাতে গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকাসহ জেলার হাজার হাজার নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ যায় দর্শনা চেকপোস্টে। ভারত থেকে দর্শনা চেকপোস্টে পৌঁছানোর সাথে সাথে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। আমজনতা ও গাড়িবহরকে নিয়ন্ত্রণ রাখতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। সকলেই প্রিয় নেতাকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়ে।

ওখানেই সংক্ষিপ্ত বক্তৃতায় চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ছেলুন বলেন, আপনারা যে সম্মান আমাকে দিয়েছেন তা ভুলবার নয়। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন বাকি জীবনটা আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। পরে বিশাল গাড়িবহর নিয়ে চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দেন এমপি ছেলুন। এমপির আগমনে চুয়াডাঙ্গার সর্বস্তরের জনগণের মধ্যে নবউদ্যমে সৃষ্টি হয় নবজাগরণ। এমপি ছেলুনসহ দলীয় নেতাকর্মীরা পৌছান চুয়াডাঙ্গায়। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সুশীলসমাজসহ সর্বস্তরের মানুষের পক্ষ থেকে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা। এ সময় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংক্ষিপ্ত বক্তৃতায় এমপি ছেলুন বলেন, দেশে এখন উন্নয়নের ধারা বইছে। আমরা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাসী। তাই যথাসময়ে সাংবিধানিকভাবে নির্বাচনের ব্যবস্থা করেছি। দেশের মানুষ আ.লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ভোটের মাধ্যমে আবারো আমাদের নির্বাচিত করে সরকার গঠনের রায় দিয়েছে। অবহেলিত জনপদের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনাদের সহযোগিতা ও দোয়া চাই। এমপি ছেলুনকে ফুলেল শুভেচ্ছাসহ অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আওরঙ্গজেব মোল্লা টিপু, যুগ্মসাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, অ্যাড. শামসুজ্জোহা, ত্রাণবিষয়ক সম্পাদক খুস্তার জামিল, আইনবিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, উপপ্রচার সম্পাদক শওকত আলী, ধর্মবিষয়ক সম্পাদক মাসুদউজ্জামান লিটু, আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তুজা, আ.লীগ নেতা আব্দুল লতিফ অমল, জাহাঙ্গীর আলম, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সোহরাব হোসেন, আব্দুল আজিজ, দর্শনা পৌর আ.লীগের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, আব্দুল হান্নান ছোট, কেরুজ মাসুদ সংগঠনের মাসুদুর রহমান সবুজ, চুয়াডঙ্গা সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ঠাণ্ডু, পৌর আ.লীগের সভাপতি জহুরুল ইসলাম, শ্রমিকলীগের সভাপতি আফজালুল হক, সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহরাব হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান, আক্তাউর রহমান মুকুল, নুরুল ইসলাম, ফারুক, জিল্লুর রহমান, মন্টু ও মোস্তাফিজুর রহমান রুন্নু, যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রনজু, যুগ্মআহ্বায়ক আসাদুজ্জামান কবির, আ. কাদের, আসমান, ছাত্রলীগের সহসভাপতি সুস্তি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনিক, কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারিক, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আলমডাঙ্গা উপজেলা আ.লীগের সভাপিত হাসান কাদির গনু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র মতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, আলী মুনসুর বাবু, আ. কাদের, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা আ. হান্নান ছোট, অ্যাড. আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, ইকবাল হোসাইন, মামুন শাহ, সোলায়মান, সাজাহান, উপজেলা ছাত্রলীগ নেতা জামিরুল ইসলাম, সাদিজুল ইসলাম রিংকু, দর্শনা পৌর ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজসহ আওয়ামী লীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।

চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজুর রহমান। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা শেষে ব্যবস্থাপনা পরিচালক সদস্যের শারীরিক খোঁজখবর নেন। এ সময় উপস্থিত ছিলেন- মহাব্যবস্থাপক (কৃষি) মোস্তফা কামাল, উপমহাব্যবস্থাপক ইমতিয়াজ হোসেন, ব্যবস্থাপক গিয়াস উদ্দীন, সহকারী ব্যবস্থাপক শাহাবুদ্দিন, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, কেরু অ্যান্ড কোম্পানির সিআইসি আব্দুল মজিদ, যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক প্রমুখ।

ভালাইপুর প্রতিনিধি জানিয়েছে, চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নির্বাচন পরবর্তী ভারত সফর শেষে ফেরাকে উদ্দেশ্য করে জেলা যুবলীগ নেতা চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের নেতৃত্বে সকাল ১০টার দিকে ভালাইপুর মোড় থেকে ১২০টি মোটরসাইকেল নিয়ে শোডাউন আকারে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনকে স্বাগত জানাতে দর্শনা হয়ে গেদে সীমান্তে যান। উপস্থিত ছিলেন- চিৎলা ইউপি চেয়াম্যান জিল্লুর রহমান, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহাসিন রেজা, আমির হোসেন, চিৎলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক টুকু, জেলা যুবলীগ নেতা তহিদুল ইসলাম ফকা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন দিপু, ইন্তাদুল মেম্বার, সাইফুল ইসলাম, মিলন প্রমুখ। এদিকে যুবলীগ নেতা গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আবু তাহের আবুর নেতৃত্বে আসমানখালী বাজার থেকে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নির্বাচন পরবর্তী ভারত সফর শেষে ফেরাকে উদ্দেশ্য করে ১শ মোটরসাইকেল নিয়ে শোডাউন আকারে স্বাগত জানাতে যান। এ সময় উপস্থিত ছিলেন- গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক আবু তাহের আবু, রকিবুল হাসান, রকিবুল ইসলাম, রোকনুজ্জামান টোকন, যুবলীগ নেতা হৃদয় হোসেন ফারুক, রোকনুজ্জামান অদুত, লাভলু, মিলন হোসেন, রিপন, খেদের আলী, ভদু, জাহাঙ্গীর, নাসির, ডালিম, জিনারুল, মজনু, জাহিদুল, মজিবার প্রমুখ।