উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে গোলাম রসুলের নাম ঘোষণা
মেহেরপুর অফিস: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সদর উপজেলা চেয়ারম্যান পদে মেহেরপুর সদর থানা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মো. গোলাম রসুলের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ওই ঘোষণা দেয়া হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. গোলাম রসুলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন দোদুল। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগ সহসভাপতি আলহাজ মো. আসকার আলী, আব্দুল হালিম ও আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক সাইফুল ইসলাম পল্টু, আমাম হোসেন মিলু, আনারুল ইসলাম, আব্দুল মান্নান, কেএম আতাউল হাকিম লাল মিয়া প্রমুখ। এছাড়া সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে পলির নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন সদর থানা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক অ্যাড. কাজী শহিদুল হক।