অশ্লীলতার অভিযোগে দাবাং

মাথাভাঙ্গা মনিটর: আবারও অশ্লীলতায় আক্রান্ত ঢালিউড ছবির বাজার। বছরের প্রথম চলচ্চিত্র দাবাং-এর মাধ্যমেই এ নিন্দনীয় যাত্রা শুরু। ছবির নাম থেকে শুরু করে ছবিটির থিম নকল। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জায়েদ খান। সাথে ছিলেন নবাগতা বিন্দিয়া। ছবিটির অশ্লীলতা প্রসঙ্গে জায়েদ খান বলেছেন, এ ছবির প্রচারণার সময় আমি দেশের বাইরে ছিলাম। তখনই এ কাজগুলো করা হয়েছে। আমি নিজেও বিব্রত। কিন্তু ছবির নায়ক এ কথা বললেও নিজের ফেসবুকে ছবিটির প্রচারণা করেই যাচ্ছেন। তবে কি অশ্লীলতার তকমা দিয়ে আবারও দর্শকদের অন্য উপায়ের হলে যাওয়ার প্রলোভন তৈরি করা হচ্ছে। এছাড়া এ প্রসঙ্গে চলচ্চিত্র প্রযোজক সমিতির কর্মকর্তারা বলেন, এ ব্যাপারে শিগগিরই ব্যবস্থা নেবো। আইনগতভাবেও এ ছবিটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি ছবিটি মুক্তি পায়। এতে অভিনয় করে জায়েদ খান, বিন্দিয়া, লিটন, উর্মিলাসহ একাধিক নবাগত অভিনেত্রী। অনেকেই এমন মন্তব্য করেছেন জায়েদ তার পড়তি ক্যারিয়ারে এরকম বিতর্কে জড়ালে নিজের ক্যারিয়ারে খুব একটা এগোতে পারবেন বলে মনে হয় না। কারণ যখন তরুণ নির্মাতারা যখন নানা এক্সপেরিমেন্টের মাধ্যমে চলচ্চিত্রের উত্কর্ষ বাড়াচ্ছে ঠিক তখন এ ধরনের খবর চলচ্চিত্র মহলে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে।

Leave a comment