স্টাফ রিপোর্টার: যশোরে বন্ধুর ছিনতাই হওয়া মোবাইলফোন ও টাকা ফিরিয়ে আনতে গিয়ে খুন হয়েছে এক কলেজছাত্র। আহত হয়েছে আরও একজন। কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক জানান, রোববার সকালে যশোর উপশহর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরীফ আকতার (১৮) স্থানীয় শিক্ষাবোর্ড মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। তিনি মাগুরার শালিখা উপজেলার হাজরাহাটি গ্রামের শফিউদ্দিনের ছেলে। তাদের বাসা যশোর উপশহরের এফ ব্লকে। শরীফের বন্ধু ওবাইদুর রহমান জানান, সকালে কলেজছাত্র অপুর কাছ থেকে স্থানীয় সন্ত্রাসীরা মোবাইলফোন ও টাকা ছিনিয়ে নেয়। অপু বিষয়টি বন্ধু ও সহপাঠীদের জানালে তারা ছিনতাইকারীদের নেতা জুয়েলকে ফোন করে। জুয়েল মোবাইল-টাকা ফেরত নিতে একটি স মিলের কাছে যেতে বলে। বেলা ১১টার দিকে সেখানে গেলে শরীফদের ওপর হামলা করা হয়। তাদের ছুরিকাঘাতে শরীফ ও আব্দুল আল নোমান আহত হয়। আহত দুজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক শরীফকে মৃত ঘোষণা করেন। ওসি এমদাদুল হক বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে নাজমুল নামে এক যুবককে আটক করেছেন তারা। জুয়েল ও আরিফকেও খোঁজা হচ্ছে।