গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর কাথুলী মোড় সংলগ্ন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনার বাড়ির সামনে থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে গাংনী থানার এসআই মনির হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের সাথে নিয়ে ককটেলটি উদ্ধার করেন।
এসআই মনির জানিয়েছেন, শামসুল আলম সোনার বাড়ির সামনের একটি গর্তে লাল টেপ দিয়ে জড়ানো ককটেলটি দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এটি উদ্ধার করে পানি-বালি ভর্তি পাত্রে থানায় রাখা হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশে দুর্বৃত্তরা ককটেলটি রেখে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে শামসুল আলম সোনার ভাই আজমাইন হোসেনের দোকানের ক্যারামবোর্ড ঘরের কাছ থেকে আরেকটি ককটেল উদ্ধার করা হয়।