ভাগ্য ফেরাতে বিদেশে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে আলমডাঙ্গার ইসমাইল হোসেন

খোকনকে

আলমডাঙ্গা ব্যুরো: ভাগ্য ফেরাতে বিদেশে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে আলমডাঙ্গা বাবুপাড়ার ইসমাইল হোসেন খোকনকে। গত বুধবার দুপুরে সৌদি আরবের রিয়াদে গাড়ি চালানোর সময় স্ট্রোক করলে সাথে সাথে তার মৃত্যু হয়।

জানা গেছে, আলমডাঙ্গা বাবুপাড়ার আব্দুল কুদ্দুসের বড় ছেলে ইসমাইল হোসেন খোকন (৪০) ভাগ্যের চাকা ঘোরাতে প্রায় ১২ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। দেড় বছর আগে তিনি শেষবারের মতো বাড়ি আসেন। আবারও দ্রুত বাড়ি ফেরার জন্য তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলেন। আগামী মার্চ মাসে ছুটিতে বাড়ি ফেরার জন্য তিনি কোম্পানীর নিকট ছুটির লিখিত আবেদন করেছেন। গত বুধবার দুপুরে রিয়াদ শহরে গাড়ি চালানো অবস্থায় তিনি স্ট্রোক করলে সাথে সাথে তার মৃত্যু হয়। খোকনের মৃত্যুর পরপরই তার মৃত্যুর সংবাদ বন্ধুরা তার পরিবারকে মোবাইলফোনে জানিয়ে দেন। ২ সন্তানের জনক খোকনের আকস্মিক মৃত্যুর সংবাদে শোকে দিশেহারা হয়ে পড়েন স্বজনেরা। খোকনের লাশ দ্রুত দেশে নিয়ে আসার প্রস্তুতি নেয়া হচ্ছে। প্রবাসী বন্ধুরা তার কোম্পানির সহযোগিতায় দেশে লাশ পাঠানোর ব্যবস্থা করছে। আগামী একসপ্তার মধ্যে তার লাশ দেশে এসে পৌঁছুতে পারে।