আলমডাঙ্গা ব্যুরো: অজ্ঞাত পরিচয়ের বাক প্রতিবন্ধী এক কিশোরীকে নিয়ে বিপাকে পড়েছে আলমডাঙ্গা থানা পুলিশ। গতকাল গাড়িতে করে উপজেলার বিভিন্ন স্থানে ঘুরেও তার পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি।
জানা গেছে, আলমডাঙ্গা বণ্ডবিল গ্রামের কলিমদ্দীনের স্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে ১২/১৩ বছর বয়সী অজ্ঞাত পরিচয়ের এক বাক প্রতিবন্ধী কিশোরীকে সাথে নিয়ে থানায় যান। এ সময় তিনি পুলিশকে বলেন, ৩/৪ দিন আগে ওই বাক প্রতিবন্ধী তার বাড়িতে আসে। এ কদিন সে তার বাড়িতেই ছিলো। এর মধ্যে কেউ মেয়েটির খোঁজ নিতে না আসায় তিনি মেয়েটিকে থানায় নিয়ে আসেন বলে জানান। ১২/১৩ বছরের শ্যামলা বর্ণের মেয়েটির পরনে পাজামা, কামিজ, খয়েরি রঙের সোয়েটার ও ওড়না ছিলো। সে কথা বলতে পারেনা।
ছবি: বাক প্রতিবন্ধী কিশোরী।