খবর:(দেড় কেজি সোনা নিয়ে বেনাপোল বন্দর থানার এএসআই উধাও)
সোনার ওজন কেজি দেড়েক, গায়েব
কে খেয়েছেন পুলিশের এক সাহেব
বাটপারি কে করলো চোরের ওপর
মাথায় সেঁটে টোপর?
সেদিন নাকি ধরে সোনার চালান
আচ্ছা করে কারবারীকে গালান
কিন্তু হঠাত বাসা ছেড়ে পালান
দেবেন বড় দালান!
সোনা পেয়েই বন্ধ নাওয়া খাওয়া
খুলনা যশোর পাটুরিয়া মাওয়া
তাকে কোথাও যাচ্ছে নাতো পাওয়া
এক্কেবারেই হাওয়া!
-আহাদ আলী মোল্লা