স্টাফ রিপোর্টার: যশোর শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামকে (৩৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত আটটার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারসংলগ্ন ঘোপের বেলতলা এলাকায় এ ঘটনা ঘটে। রফিকুল শহরের ঘোপ ধানপট্টি এলাকার নূর ইসলামের ছেলে। ঘটনার পর তার স্বজনেরা বেলতলা এলাকার ফারুক ফারাজির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ছাড়া স্থানীয় আরও কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। এতে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাসূত্রে জানা গেছে, রফিকুল বেলতলা এলাকার একটি দোকানে বসেছিলেন। এ সময় মুখোশধারী ছয়-সাতজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে খুব কাছ থেকে কয়েকটি গুলি ছোঁড়ে। গুলি তার মাথা ও বুকে বিদ্ধ হয়। তিনি লুটিয়ে পড়লে কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িত লোকজনদের ধরতে পুলিশি অভিযান শুরু হয়েছে। শহর যুবলীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম বলেন, রফিকুল শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক। হত্যার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তিনি।