জীবননগর মেদিনীপুর ও উথলী বিজিবির পৃথক অভিযান
জীবননগর ব্যুরো: উপজেলার মেদিনীপুর, উথলী ও জীবননগর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা গত মঙ্গলবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ট্রাক্টরের পার্টস, ফেনসিডিল ও বিভিন্ন পণ্যসহ এক চোরাচালানীকে আটক করেছেন।
বিজিবিসূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মেদিনীপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবু তাহের ও ল্যান্স নায়েক কবির হোসেন সঙ্গীয় জওয়ান নিয়ে সীমান্তের হরিহরনগর বাজারে অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল থামিয়ে ১৬ পিচ ভারতীয় ট্রাক্টরের পার্টস উদ্ধারসহ ওই গ্রামের মৃত মোফাজ্জেল হোসেনের ছেলে আসলামকে (২২) আটক করে।
অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর সীমান্ত ফাঁড়ি বিজিবি ক্যাম্পের হাবিলদার নাজমুল হক সঙ্গীয় জওয়ান নিয়ে দত্তনগর সড়ক ও হরিহরনগরে অভিযান চালিয়ে ভারতীয় নাইলনের ব্যাগ ও বিপুল পরিমাণ ভারতীয় মোটরপার্টস উদ্ধার করেন। এছাড়াও একই দিন উপজেলার উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার জিল্লুর রহমান সঙ্গীয় জওয়ানদের নিয়ে দর্শনার ঈশ্বরচন্দ্রপুর মাঠে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।