পাবলিক প্লেসে ধূমপান করায় মেহেরপুরে দু ধূমপায়ীর অর্থদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে পাবলিক প্লেসে ধূমপান করায় দু ধূমপায়ীর অর্থ দণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ড হিসেবে তাদের নিকট থেকে আদায় করা হয়েছে একশ’ টাকা। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ওই আদালত পরিচালা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেরপুর গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের আরশেদ আলীর ছেলে ইলিয়াছ হোসেন ও সদর উপজেলা চাঁদবিল গ্রামের সোনা শেখের ছেলে মনিরুল ইসলাম। ধূমপান ও তামাকজাতদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী এ দণ্ড দেয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। আইন অনুযায়ী পাবলিক প্লেসে ধূমপান করলে ৩শ টাকা জরিমানার বিধান রয়েছে।