আলমডাঙ্গা ব্যুরো: ডিজেলে ভেজাল মেশানোর অভিযোগে আলমডাঙ্গা পশুহাট লালব্রিজের নিকটের তেলব্যবসায়ী সুশান্ত কুমার দত্তকে ৫শ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গতকাল সোমবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ জরিমানা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের সোনাপট্টির মৃত কৃষপদ দত্তের ছেলে সুশান্ত কুমার দত্ত আলমডাঙ্গা পশুহাট লালব্রিজের নিকটে তেলের ব্যবসা করেন। তিনি ডিজেলে ভেজাল মিশিয়ে বিক্রি করছেন এমন অভিযোগ তুলে গতকাল বিকেলে নসিমন ও করিমন চালকেরা তার বিরুদ্ধে ফুঁসে ওঠেন। তাকে আটকে রেখে পুলিশের হাতে তুলে দেন। এএসআই মেজবা তাকে আটক করে থানায় নিয়ে গেলে সে ডিজেলে ভেজাল মেশানোর কথা অস্বীকার করে। বাকিতে তেল দিতে অস্বীকার করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে পাল্টা নসিমন-করিমন চালকদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। এমতাবস্থায় ঘটনাটি উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) জানানো হয়। তিনি রাত ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে সুশান্ত কুমার দত্তকে ৫শ টাকা জরিমানা করেন। জরিমানার টাকা পরিশোধ করে সুশান্ত দত্ত বাড়ি ফেরেন।