Untitled

 

স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলের সর্বশেষ ৪৮ ঘণ্টার হরতাল পর্যবেক্ষণ করবে সরকার। এ হরতাল কর্মসূচিতে সহিংসতা হলে এবং এরপর আবারো হরতাল কর্মসূচি ঘোষণা করা হলে জরুরি অবস্থা জারি করা হতে পারে। এ ব্যাপারে সরকারের শীর্ষ মহল নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। আওয়ামী লীগের নেতা-নেত্রীরা গত কয়েকদিন ধরে বলে আসছিলেন, নির্বাচনের পর সরকার আরো কঠোর হবে। কঠোর হাতে দমন করবে বিরোধীদলকে। তারই প্রতিফলন ঘটতে যাচ্ছে জরুরি অবস্থা জারির প্রস্তুতির মধ্যদিয়ে। সূত্রমতে, জরুরি অবস্থা জারির মাধ্যমে সকল রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হবে। তারপরও যদি বিরোধীদল কোনো কর্মসূচি ঘোষণা বা পরিচালনার চেষ্টা করে সেক্ষেত্রে বিরোধীদলের নেতা-নেত্রীদের গণহারে গ্রেফতার করা হবে। দেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির অবসান বা স্বাভাবিক করার অজুহাতে এ পরিকল্পনা নেয়া হয়েছে।