আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে গতকাল বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে আনন্দধামের প্রতিবন্ধী আকাশ কুমার দাসকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। প্রতিবন্ধী আকাশ কুমার আনন্দধামের মন্টু কুমার দাসের ছেলে। দীর্ঘদিন ধরে সে একটি হুইল চেয়ারের অভাবে হামাগুড়ি দিয়ে চলতো। আলমডাঙ্গা পৌরসভার পক্ষ থেকে গতকাল তাকে ওই হুইল চেয়ার প্রদান করা হয়। প্রধান অতিথি পৌরমেয়র মীর মহিউদ্দিন উপস্থিত থেকে ওই হুইল চেয়ার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সানোয়ার হোসেন লাড্ডু, ইলিয়াছ আহমেদ কামরুজ্জামান বকুল, ফিরোজ আহমেদ, মোসারেফ হোসেন, রফিকুর, মহাবুল মেম্বার, কাউন্সিলর ইলিয়াছ হোসেন, আব্দুর রাজ্জাক, দীনেশ কুমার, মুকুল, আব্দুল জব্বার লিপু. আমিরুল ইসলাম, কাজী সাচ্চু প্রমুখ।
আলমডাঙ্গার পৌরসভার পক্ষ থেকে প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান
