মুজিবনগর প্রতিনিধি: অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় দু বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গতকাল বুধবার বিকেলে আনন্দবাস সীমান্তের মেন পিলার ৯৭’র ২ এস’র কাছ থেকে তাদের আটক করেন আনন্দবাস বিজিবি ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হলো- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বাশার (৩৭) ও খুলনা জেলার বৈঠাঘাটা গ্রামের আলামিন হোসেন (৩১)। এ সময় তাদের কাছ থেকে বিদেশি ডলার ও কিছু কাগজপত্র জব্দ করা হয়। আনন্দবাস ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খাইরুল কালাম জানান, আটকৃতরা ৫ থেকে ৬ মাস আগে কাজের উদ্দেশে ভারতে যায়। তারা কোলকাতায় রাজমিস্ত্রী ও ছাতা সারার কাজ করতো। মঙ্গলবার বিকেলে ভারত থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয়। গতকাল বুধবার বিকেলে আনন্দবাস সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে আমেরিকান, মালয়েশিয়ান, চাইনা ও আরব আমিরাতের টাকাসহ কিছু কাগজপত্র জব্দ করা হয় ।তাদের নামে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মুজিবনগরে দু বাংলাদেশি আটক
