দামুড়হুদার চন্দ্রবাসে সন্ধ্যারাতে দুর্বৃত্তদের তাণ্ডব বোমা বিস্ফোরণ ঘটিয়ে ছিনতাই : আহত ৬

দর্শনা অফিস/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার চন্দ্রবাস তেঁতুলতলা নামকস্থানে সন্ধ্যারাতে ছিনতাইকারীরা তাণ্ডব চালিয়েছে। যাত্রীভর্তি আলমসাধুর গতিরোধ করে তারা শক্তিশালী বোমা ফাটিয়ে টাকাসহ মালামাল ছিনিয়ে নেয়। বোমার আঘাতে আহত হয়েছেন আলমসাধুচালকসহ ৬ জন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদার  নতিপোতা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের মিজানুরের ছেলে হারুন, জগন্নাথপুরের কিতাব ডাবারির ছেলে আনিসুর, ফকিরপাড়ার খেজমত মণ্ডলের ছেলে হোসেন আলী, গোচিয়ারপাড়ার জয়নালের ছেলে খোদা বক্স ও খয়ের উদ্দিনের ছেলে আনোয়ার ফকিরপাড়ার আলমের আলমসাধুযোগে কার্পাসডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। চন্দ্রবাস তেঁতুলতলা পৌঁছুলে ৮/৯ জনের সশস্ত্র ছিনতাইকারীচক্র আলমসাধুর গতিরোধের চেষ্টা করে ব্যর্থ হয়। এ সময় ছিনতাইকারীরা আলমসাধু লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। শক্তিশালী বোমার আঘাতে আহত হন চালকসহ  ৫ যাত্রী। এ সময় ছিনতাইকারীরা আহত ৬ জনের কাছে থাকা নগদ টাকা, মোবাইলফোনসহ মালামাল ছিনিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। বোমার বিকট শব্দে গোটা এলাকা প্রকম্পিত হয়ে ওঠে। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় বিভিন্ন চিকিৎসালয়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিন্তু ছিনতাইয়ের সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।