আলমডাঙ্গা ব্যুরো: দিনভর গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ পদপ্রার্থী জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা এম সবেদ আলী। তিনি গতকাল সোমবার সকালে নিজ দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ উপজেলার বিভিন্ন গ্রাম্যবাজারে গণসংযোগ করেন। গতকাল সকালে তিনি উপজেলার পৌর এলাকার এরশাদপুর চাতালমোড়, পশুহাট, আসাননগর, নওদাপাড়া, কালীদাসপুর, শ্যামপুর, দুর্লভপুর, পোলতাডাঙ্গা, মহেশপুর, অনুপনগর, আঠারখাদা, জেহালা বাজার, মদন বাবুর মোড়, পুটিমারি, ঘোলদাড়ি বাজার, খেজুরতলা, ভেদামারী, ডাউকি, বেলগাছি, আলমডাঙ্গাসহ বিভিন্ন পাড়া-মহল্লায় সাধারণ ভোটাদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি দলীয় প্রতীক মশালে সকলের নিকট ভোট চেয়েছেন। আলমডাঙ্গা এলাকায় ব্যাপক উন্নয়ন করার জন্য আলমডাঙ্গার মাটির সন্তান দাবি করে তিনি সকলের নিকট ভোট চেয়েছেন। সন্ধ্যার পর তিনি আলমডাঙ্গা শহরে গণসংযোগ শুরু করেন। এ সময় অন্যান্যের মধ্যে তার সাথে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাসদ নেতা আনিসুজ্জামান জম, উপজেলা জাসদ সভাপতি গোলাম সরোয়ার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৌর জাসদ আহ্বায়ক সিদ্দিকুর রহমান মাস্টার, জেলা যুবজোট আহ্বায়ক মিরাজুল ইসলাম, রবিউল ইসলাম, পৌর ছাত্রলীগ আহ্বায়ক সৈকত, মহর আলী, মিলন, সোহেল, আহাদ আলী, মহাবুল, মানোয়ার হোসেন, লিপন, শাহাবুর, জাসদ নেতা সাইদুল, আজিম, সালাম মাস্টার প্রমুখ।
সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনের জাসদ প্রার্থী মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর দিনভর গণসংযোগ
