গাংনী প্রতিনিধি: মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য জেলা বিএনপির সভাপতি আমজাদ হোসেনসহ বিএনপি নেতাদের বাসায় তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। গাংনী থানার ওসি মাসুদুল আলমের নেতৃত্বে পুলিশ, বিজিবি ও র্যাব সদস্যরা অভিযানে অংশ নেন। গতকাল বুধবার দুপুরের আমজাদ হোসেনের গাংনী উপজেলার উত্তরপাড়ার বাসভবন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর চৌগাছার বাসভবনসহ বিএনপি নেতাদের বাসভবনে এ অভিযান চলে। তবে এ সময় নেতারা কেউ বাড়ি ছিলেন না।
আমজাদ হোসেন এমপি অভিযোগ করে বলেন, ১৮ দলীয় জোটের আন্দোলন দমাতে এ অভিযান চালানো হচ্ছে। গাংনী থানার ওসি মাসুদুর আলম জানিয়েছেন, এমপিসহ বিএনপি নেতাদের নামে থানায় মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতারের উদ্দেশে এ অভিযান চালানো হয়েছে। এদিকে যৌথবাহিনীর অভিযান কেন্দ্র করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের মাঝে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে।