দর্শনা অফিস/কুড়ুলগাছি প্রতিনিধি: আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুধু এমপি আলী আজগার টগরই নয় প্রচার-প্রচারণায় মাঠে রয়েছে দলের নেতাকর্মীরাও। আবারো নৌকা প্রতীককে নির্বাচিত করতে নির্বাচনী প্রচারাভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় প্রায় প্রতিদিনই চলছে নির্বাচনী গণংযোগ, সভা-সমাবেশ ও মতবিনিময়। চুয়াডাঙ্গা-২ আসনে আ.লীগ তথা মহাজোট থেকে আবারো মনোনীত প্রার্থী এমপি আলী আজগার টগর এবার মতবিনিময় করছেন দর্শনা পৌর এলাকার মেমনগর আদিবাসী সম্প্রদায়ের সাথে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দর্শনা পৌর আ.লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন দর্শনা পৌর আ.লীগের সহসভাপতি মোমিনুল ইসলাম। মতবিনিময়কালে এমপি আলী আজগার টগর বলেন, আ.লীগ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী। তাই সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আ.লীগ সরকারের নৈতিক দায়িত্ব। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আ.লীগ নেতা আব্দুর রফিক কাবি, লাল মোহাম্মদ, আলী মুনসুর বাবু, গোপাল মণ্ডল, যুবলীগ নেতা আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, সোলায়মান কবির, ইকবাল হোসাইন, ফারুক হোসেন, জয়নাল আবেদীন নফর, ফয়সাল, মহিবুল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি প্রমুখ।
এছাড়া একই দিন বিকেলে দামুড়হুদা কুড়–লগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন আ.লীগের বর্ধিতসভা। প্রধান অতিথির বক্তব্যকালে এমপি আলী আজগার টগর বলেন, বিরোধীদলের নৈরাজ্যকে রুখে দিয়ে নৌকা প্রতীককে নির্বাচিত করতে নিজেদের মধ্যে দ্বিধাদ্বন্দ ভুলে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। মনে রাখতে হবে দেশের উন্নয়ন ধারাবাহিকতা রক্ষায় আ.লীগ তথা মহাজোট সরকারের বিকল্প নেই। আ.লীগ নেতা আবুল হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, সাবেক ইউপি চেয়ারম্যান আ.লীগ নেতা হাবিবুল্লাহ বাহার, হাজি সহিদুল ইসলাম, রহমতুল্লাহ, ইমদাদুল হক, নজরুল ইসলাম, রশিদ বদ্দি, জামাত আলী, যুবদল নেতা চঞ্চল, কুদ্দুস, আলমগীর, তারিকুজ্জামান, সরোয়ার প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক উসমান গনি।