মাথাভাঙ্গা মনিটর: এবার আর পার পেলো না ওয়েস্ট ইন্ডিজ। তিনদিনেই হার মেনেছে তারা। ট্রেন্ট বোল্টের বিধ্বংসী বোলিঙে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। এতে স্বাগতিকরা ১১ টেস্ট পর জয়ের স্বাদ পেলো নিউজিল্যান্ড। আর তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে গেলো। ডানেডিনে সিরিজের প্রথম টেস্টটি বৃষ্টির কারণে ড্র হয়েছে। ওয়েলিংটনে কিউই পেসার বোল্ট প্রথম ইনিংসে ৪০ রানে ৬ ও দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৪টি উইকেট দখল করেছেন। দু ইনিংসে তিনি ৮০ রানে নিয়েছেন ১০ উইকেট। আর এতে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৯৩ ও দ্বিতীয় ইনিংসে ১৭৫ রানে অলআউট হয়ে ইনিংস ও ৭৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে। এক দিনে ওয়েস্ট ইন্ডিজ হারায় ১৬টি উইকেট। গতকাল নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে করা ৪৪১ রানের জবাবে ৪ উইকেটে ১৫৮ রান নিয়ে তৃতীয় দিন মাঠে নামে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসের বাকি ৬ উইকেট হারায় মাত্র ৩৫ রানের মধ্যে। বোল্ট ৬ উইকেটে দখলের পথে মাত্র ৬ বলের ব্যবধানে নেন ৪টি উইকেট। দুইবার তিনি হাটট্রিকের সুযোগ মিস করেছেন। ইনিংসের ৪৭ ওভারের চতুর্থ ও ষষ্ঠ বলে যথাক্রমে মারলন স্যামুয়েলস (৬০) ও ড্যারেন স্যামিকে ফিরিয়ে একবার হ্যাটট্রিকের সুযোগ মিস করেন। পরের ওভারের (৪৯তম) প্রথম বলেই শেন শিলিংফোর্ডকে ফিরিয়ে দিয়ে আবারও তিনি হ্যাটট্রিকের ক্ষেত্র তৈরি করেন। সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৪৪১, ওয়েস্ট ইন্ডিজ: ১৯৩ ও ১৭৫। ফল: নিউজিল্যান্ড ইনিংস ও ৭৩ রানে জয়ী। ম্যাচসেরা: ট্রেন্ট বোল্ট। সিরিজ: ৩ ম্যাচের সিরিজে নিউজিল্যান্ড ১-০-তে এগিয়ে।