স্টাফ রিপোর্টার: দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে চুয়াডাঙ্গা বঙ্গজপাড়ার হিল্লু ড্রাইভার (৪০)। একই সাথে আহত হয়েছে হেলপার একই গ্রামের সরদারপাড়ার রানা (২২)। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা মেহেরপুর সড়কের দৌলাতদিয়াড় মৌসুমি ফুড কারখানার অদূরে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনা গুরুতর জখম দুজনের মুখেই ছিলো মদের গন্ধ। এরা একটি মোটরসাইকেল নিয়ে ছুটতে গিয়ে কেডিসির অদূরবর্তী স্থানে সড়কের পাশে থেমে থাকা ট্রাকের সাথে মারে ধাক্কা। মাথায় লেগে হিল্লু ড্রাইভার ও রানা মাটিতে লুটিয়ে পড়েন। এদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। হিল্লুর অবস্থা আশঙ্কাজনক। তিনি কুদ্দুস ড্রাইভারের ছেলে। হেলপার রানা দৌলাতদিয়াড় সরদারপাড়ার মোজাম্মেল আলীর ছেলে। আহত দুজহনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।