চুয়াডাঙ্গায় গতকাল সোমবার বেলা ১২টার দিকে আ.লীগ দলীয় কার্যালয় থেকে বিএনপি ও জামায়াত-শিবিরের সারাদেশে হরতাল অবরোধের নামে মানুষ পুড়িয়ে হত্যা, রেললাইন উপড়ে যাত্রী হত্যা ও ভাঙচুরের মাধ্যমে হিংসাত্বক কর্মকাণ্ডের প্রতিবাদে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক আরেফিন আলম রনজু। বক্তব্য রাখেন যুবলীগ নেতা আব্দুল কাদের, সিরাজুল ইসলাম আসমান, রাশেদুজ্জামান বাকি, শামীম আহমেদ সুমন, টুটুল, তারেক, লালা, আব্দুর রশিদ, রেজাউল করিম, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সুস্থির আজাদ, শাহাবুল ইমরান, স্বপন, রাজু, মাসুম, রনি, কাবা, পাভেল প্রমুখ। সমাবেশটি পরিচলানা করেন কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক।–প্রেসবিজ্ঞপ্তি।