স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকাকে গ্রেফতারের প্রতিবাদ, কেন্দ্রীয় নেতাদের মুক্তি ও নেতা-কর্মীদের ওপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও সাধারণ সম্পাদক হাবিবুর রশিদের মুক্তির দাবিতে আজ রোববার ঢাকাসহ ৯ জেলায় হরতাল ডেকেছে বিএনপি ও তার অঙ্গ সংগঠন। প্রথমে ২৪ ঘণ্টার হরতাল আহ্বান করা হলেও গতকাল একাধিক গণমাধ্যম বলেছে, ঢাকার হরতাল সকাল-সন্ধ্যা। অপরদিকে গ্রেফতার হওয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়াসহ আটক ছাত্রদলের নেতাদের মুক্তির দাবিতে রংপুর বিভাগের আট জেলায় আগামীকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে রংপুর জেলা ছাত্রদল। রংপুর বিভাগের ওই আট জেলা হলো- পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা। এদিকে সোমবার খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও গ্রেফতার করা নেতা মীর সরাফাত আলী সপু ও সফিউল বারী বাবুর মুক্তির দাবিতে এ কর্মসূচির ডাক দেয়া হয়েছে।