ঝিনাইদহে আওয়ামী লীগের অবরোধবিরোধী মিছিল

 

ঝিনাইদহ অফিস: ১৮ দলীয় জোটের টানা ১৩১ ঘণ্টা অবরোধের ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। গতকাল বুধবার সকালে মহেশপুর শহরের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অবরোধ উপেক্ষা করে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এ মিছিলে অংশ নেয়।

মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় যুবলীগ নেতা ঝিনাইদহ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অধ্যক্ষ নবী নেওয়াজ। মিছিল থেকে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের স্লোগান দেয়া হয়। পরে স্থানীয় বাসস্ট্যান্ডে সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগ নেতা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নবী নেওয়াজ। সমাবেশে তিনি সকলের প্রতি বিএনপি ও জামায়াত-শিবিরের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।