মাথাভাঙ্গা অনলাইন : চুয়াডাঙ্গার জীবননগর থেকে আশরাফুল ইসলাম লিটন নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ । তাঁর কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪৩ টি পাসপোর্ট ।
বুধবার বেলা ১১ টার দিকে জীবননগর শহরে একটি কম্পিউটারের দোকানে অভিযান চালিয়ে অবৈধভাবে কাছে রাখা ৪৩ টি পাসপোর্ট ও সাংবাদিক স্টিকার লাগানো একটি মোটরসাইকেলসহ লিটনকে গ্রেফতার করে পুলিশ । জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রকিব খান জানিয়েছেন উদ্ধারকৃত পাসপোর্টগুলো জাল কী-না তা পরীক্ষা করা হচ্ছে । গ্রেফতারকৃত আশরাফুল ইসলাম লিটন দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের আরমান মন্ডলের ছেলে ।