সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মহেশপুরে শাটারগানসহ একজন গ্রেফতার

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর থানা পুলিশ গতকাল সোমবার সকালে সুইপারপাড়ার সামনে থেকে শাটারগানসহ সন্ত্রাসী স্বপন মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন জানান গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে থানা পুলিশ সুইপারপাড়ার সামনে থেকে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সে উপজেলার ক্যাম্পপাড়ার নুর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।