খালেদা জিয়ার বাসা অভিমুখে পরিবহন শ্রমিকদের মিছিল

স্টাফ রিপোর্টার: বিরোধী দলের ডাকা অবরোধের কারণে ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকরা গতকাল সোমবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ঘেরাওয়ের উদ্দেশে একটি মিছিল বের করে। মহাখালী থেকে শুরু হয়ে এ মিছিল গুলশান ২ নম্বর গোল চত্বরে পৌঁছুলে পুলিশ তাদের বাধা দেয়। ফলে মিছিলটি আর অগ্রসর হতে পারেনি। খালেদা জিয়ার বাসা অভিমুখে মিছিল বের করার তোড়জোড় টের পেয়ে পুলিশ আগে থেকেই তার বাসাকে ঘিরে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করে। বেলা সোয়া ১১টার দিকে মহাখালী বাসস্ট্যান্ড থেকে এ মিছিল শুরু হয়। টানা অবরোধে যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে পরিবহন চালক-শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করার প্রতিবাদে ‘সম্মিলিত গাড়ি চালক সমিতি’ ও ‘সম্মিলিত গাড়িচালক সমাজ’-এর ব্যানারে কয়েক হাজার পরিবহন শ্রমিক এ মিছিল বের করে। যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরবিরোধী নানা স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে তারা মিছিল নিয়ে বিএনপি চেয়ারপারসনের বাড়ির উদ্দেশে এগোতে থাকে। মিছিলটি কাকলি মোড় পার হয়ে গুলশান ২ নম্বর মোড়ে পৌঁছুনোর পর পুলিশ তাদের বাধা দেয়। এসময় মিছিলকারীরা পুলিশের বাধা ডিঙিয়ে এগোতে চাইলেও ব্যর্থ হয়ে রাস্তায় শুয়ে পড়েন। পরে পুলিশ তাদের দুজন প্রতিনিধিকে স্মারকলিপি নিয়ে বিরোধী দলীয় নেতার কাছে নিয়ে যাওয়ার সুযোগ দিতে চাইলেও তাতে রাজি না হয়ে তারা আবার মহাখালীর দিকে ফিরে যান। ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের এডিসি জানান, নিরাপত্তার স্বার্থে এবং বিশৃঙ্খলা এড়াতে পুলিশ হস্তক্ষেপ করেছে। গুলশান থানার ওসি বলেন, তারা সবাই লিখিত দাবি নিয়ে বেগম খালেদা জিয়ার কাছে যেতে চান। আমরা তাদের বুঝিয়েছি, এটা কূটনৈতিক এলাকা, এটা সম্ভব নয়। তাদের দুজনকে স্মারকলিপি নিয়ে আমাদের সাথে যেতে বললেও তারা রাজি হননি।