খবর: (গাংনীর পলাশীপাড়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ)
খুন খারাবি লেগেই আছে দেশে
হানাহানি চলছে নানান বেশে
যে চলে যায় আর আসে না ফিরে
সব হয়ে যায় ঠাণ্ডা ধীরে ধীরে।
মাঝে মাঝে লোক হয়ে যায় গুম
কত মানুষ করছে হারাম ঘুম
মাঠে ঘাটে থাকছে পড়ে লাশ
কান্না করে মাঠের সবুজ ঘাস।
কিন্তু হাসে সমাজপতি নেতা
তাদের কেবল ভোটাভুটি জেতা
কী হবে আর করে ঘাটাঘাটি
জীবনগুলো হচ্ছে পুড়ে মাটি।
-আহাদ আলী মোল্লা