মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহ-৩ আসন (মহেশপুর-কোটচাঁদপুর) জাপার প্রার্থী পরিবর্তন করার দাবিতে উপজেলা জাতীয় পার্টির জরুরিসভা পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা জাতীয় পার্টির প্রবীণ নেতা মোশারেফ হোসেন মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি লোকমান হোসেন মাস্টার, সদস্য সচিব অধীর সরকার, পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদের আলম, সদস্য সচিব মকলেচুর রহমান মিলন, জাতীয় যুব সংহতির আহ্বায়ক আজাদ রহমান, স্বেচ্ছাসেক পার্টির আহ্বায়ক আমজেদ আলী আজান, মাসুদুর রহমান, শরিফুল ইসলাম, আজিজুর রহমান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু প্রমুখ। সভায় নেতৃবৃন্দ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রহমানকে প্রার্থী করার দাবী জানান। প্রার্থী পরিবর্তন করা না হলে গণ পদত্যাগের সিদ্ধান্ত নেয়া হয়।