ঢাকা কলেজে সংঘর্ষে নিহত ১

 

স্টাফ রিপোর্টার: ঢাকা কলেজে গতরাত পৌনে ১২টার দিকে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আল ফারুক নামের এক ছাত্র নিহত হয়েছে। নিহত ফারুক মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলো। সংঘর্ষে কমপক্ষে ৫ জন গুলিবিদ্ধ হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

গতকাল শুক্রবার রাতে কলেজের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষের সূচনা হয়। ছাত্রলীগের কলেজ শাখার সাধারণ সম্পাদক সাবিকুল হাসান সুইন গ্রুপের কয়েকজন মাস্টার্সের এক সাধারণ ছাত্রকে লাঞ্ছিত করলে সাধারণ ছাত্রদের সাথে সুইন গ্রুপের সংঘর্ষ বাধে। ছাত্রলীগের ছেলেরা শুরু করে গুলি। সাধারণ ছাত্ররা গুলিবিদ্ধ হয়। সাধারণ ছাত্রদের পক্ষ নেয় কলেজ ছাত্রলীগেরই অপর গ্রুপ।