স্টাফ রিপোর্টার: আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য বাংলাদেশের সাধারণ নির্বাচন পিছিয়ে যেতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে কাতারের দোহারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী ১৮ দলীয় জোটের সাথে সরকারের সমঝোতার সম্ভাবনাকে ইঙ্গিত করে প্রধান নির্বাচন কমিশনের দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে গতকাল বৃহস্পতিবার এ তথ্য প্রকাশ করা হয়। অনলাইন সংস্করণে প্রকাশিত ওই প্রতিবেদনে দেশের নির্বাচন ও সাম্প্রতিক বিরোধীজোটের অবরোধ ও সহিংসতার বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনে বিরোধী ১৮ দলীয় জোট নির্বাচনে যোগ না দেয়ার ঘোষণা দিয়ে আন্দোলন করে আসছে। এর মাঝে সোমবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকীব উদ্দিন আহমদ জাতির উদ্দেশে দেয়া ভাষণে নির্বাচনের তফশিল ঘোষণা করেন। ঘোষিত তফশিলে ৫ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করেন তিনি। তবে পরের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে সিইসি বিরোধীদল নির্বাচনে এলে পুনঃতফশিল ঘোষণা করা হবে বলে আভাস দেন। তিনি বলেছেন, সরকারের সাথে বিরোধী জোটের সমঝোতা হলে অথবা বিএনপি নির্বাচনে এলে পুনঃতফশিল ঘোষণা করতে নির্বাচন কমিশন প্রস্তুত।