অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা : আইনজীবী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্টাফ রিপোর্টার: ছয় মাসের গর্ভবতী স্ত্রীকে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে প্রহলাদ চন্দ্র দে ওরফে বিকাশ নামে এক আইনজীবীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. হাবিবুর রহমান ভুঁইয়া এ রায় ঘোষণা করেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রায়ের পর দণ্ডিতকে কারাগারে নেয়া হয়। আলামত নষ্ট করার অভিযোগে এ আসামির আরও ৫ বছরের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেয়া হয়েছে। ভিকটিম আসামির স্ত্রী সীমা মিত্র ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তিনি স্বামী প্রহলাদ চন্দ্র দের পরকীয়ায় বাধা হয়ে দাঁড়ান। প্রেমিকা ইতি রানী সরকার ওরফে তৃপ্তি কনার প্ররোচনায় প্রহলাদ ১৯৯৩ সালের ৬ ডিসেম্বর ৪৮৮/৩ চেয়ারম্যান গলি নয়াটোলার বাসায় রাত ১টায় সীমা মিত্রের গাঁয়ে আগুন ধরিয়ে দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে দুদিন পর ৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।