টিপ্পনী

খবর: (দামুড়হুদা জগন্নাথপুরের গৃহবধূকে অমানুষিক নির্যাতন)

 

বাহাদুরি দেখায় স্বামী

খুব করে বউ পিটিয়ে,

মাঝে মাঝে মন খুলে নেয়

হাতের খায়েশ মিটিয়ে।

 

কাজের বেলায় ম্যান্তা গরু

অকামে হয় ষাঁড়,

কাবু পেলে বাবু সেজে

ফোলায় খালি ঘাড়।

 

বিবির কাছে বাঘের মতো

কলের গোড়ায় মেকুর,

বউ পিটিয়ে স্বামী মশাই

আর তুলো না ঢেকুর!

 

-আহাদ আলী মোল্লা