হরিণাকুণ্ডু প্রতিনিধি: হরিণাকুণ্ডুর পল্লিতে ধান ওড়ানো ফ্যানের আঘাতে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৩টার দিকে পাওয়ার টিলারের সাথে আলগা ফ্যান সেট করে ধান ওড়ানোর সময় অসতর্কতা বসত আড়াই বছর বয়সী শিশু মিরাজ ফ্যানের পাশে গেলে প্রচণ্ড বেগে ঘূর্ণায়মান ফ্যানে মাথার ডান পাশে আঘাত পায়। অঘাতের ফলে মাথা কেটে রক্তাক্ত জখম হলে পিতা মাসুদ একমাত্র সন্তানকে হরিণাকুণ্ডু হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করে। ঢাকায় নেয়ার পথে ফরিদপুরে মারা যায় মিরাজ। মিরাজের লাশ সন্ধ্যার পর বাড়ি ফিরিয়ে এনে ৭টার দিকে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।