তৌহিদ তুহীন: গতকাল সোমবার দামুড়হুদার নতিপোতা ইউনিয়নের হেমাতপুর বাজার সংলগ্ন বেড়বাড়ীর মোড়ে (বেড়বাড়ীর) উজির আলীর ব্যবস্থাপনায় ঝাঁপান খেলার আয়োজন করা হয়। অংশগ্রহণ করে দামুড়হুদার হোগলডাঙ্গার আব্দুর গনি দল ও জেলা সদরের গাইদঘাটের আলতাফ সাপুড়ের দল। ২৮টি বিষধর সাপ নিয়ে দুটি দল ঝাঁপান খেলা দেখায়। শিশু-কিশোর, নারী-পুরুষ খেলা উপভোগ করে। গাইদঘাটের সাপুড়ে আলতাফ একটি তাজা সাপ খেয়ে দেখান। দর্শকদের খুশি করার জন্য বিষধর সাপ গলায় পেঁচিয়ে মুখের মধ্যে নিয়ে নানা রকমের খেলা দেখিয়ে খুশি করার চেষ্টা চালায় দু’দলের প্রধান আলতাফ ও আব্দুর গনি। ঝাঁপান খেলা দেখতে এলাকার শ শ মানুষ ছুটে আসে।