স্টাফ রিপোর্টার: সুবিধাবঞ্চিত কিশোরীদের নিয়ে রিয়েলিটি শো ‘ব্র্যাক মেঘে ঢাকা তারা’র সেরা পুরস্কার জিতেছেন গানে তানজিলা ও নৃত্যে রাখি। গত শুক্রবার মাছরাঙা টেলিভিশনে প্রচারিত গ্র্যান্ড ফিনাল পর্বে বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়। অন্য বিজয়ীদের মধ্যে গানে দ্বিতীয় হন আশা, তৃতীয় সুমি আর নাচে দ্বিতীয় প্রার্থনা ও তৃতীয় হন সুপ্রিয়া। জমকালো অনুষ্ঠানে তাদের হাতে পুরস্কার তুলে দেন মাছরাঙা টেলিভিশনের প্রধান নির্বাহী ও প্রধান সম্পাদক সৈয়দ ফাহিম মুনয়েম, ব্র্যাক-এর পরিচালক মো. মনসুর আলী, ড. শফিকুল ইসলাম এবং ব্র্যাক এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার রাশিদা পারভীন। প্রথম পুরস্কার বিজয়ী পান এক লাখ টাকা, দ্বিতীয় পঁচাত্তর হাজার ও তৃতীয় পঞ্চাশ হাজার টাকা।
উল্ল্যেখ্য, বেসরকারি সংস্থা ব্র্যাক’র এডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় সারা দেশের ৮৫০০ ‘কিশোরী ক্লাব’র আড়াই লাখ কিশোরীর মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত ৪০ জন প্রতিভাবান কিশোরী নাচ ও গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মূল বিচারক ছিলেন শুভ্র দেব, শামীম আরা নীপা ও মেহের আফরোজ শাওন।