বাহাদুরাবাদ ঘাটে যমুনার পানিতে রেলওয়ে ইঞ্জিন

 

স্টাফ রিপোর্টার: রেলওয়ে বাহাদুরাবাদ ঘাটে ৮০টন ওজনের রেল ইঞ্জিন যমুনার পানিতে অর্ধ-নির্মজিত হয়েছে। মেরিন বিভাগের অবহেলা আর ইয়াড লাইনের গ্রেডিয়েশন ঠিক না থাকায় এ দুঘর্টনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার দুপুর ১২টা বাহাদুরাবাদ ঘাট মেরিন ইয়াডে। দুঘর্টনায় মেরিনের লষ্কর সাহাব উদ্দিন আহত হয়েছে। ঢাকা থেকে ওপারের পাবর্তীপুরের উদ্দেশে ছেড়ে আসা রেলের ওয়াগনবাহী ট্রেন সকালে বাহাদুরাবাদ ঘাটে পৌঁছে। সান্টিং ইঞ্জিন দিয়ে রেল ফেরিতে উঠানোর সময় বার্জ থেকে লাইনচ্যূত হয়ে পানিতে নির্মজিত হয়। এ সময় লাইনের বিকট শব্দে ঘাট এলাকার লোকজন আতঙ্কিত হয়ে দৌঁড়ঝাঁপ শুরু করে। মেরিন বিভাগের এমআই সায়েম আলী জানান, বার্জে ১০ ওয়াগন আগে লোড ছিলো। রেল ইঞ্জিন উঠানোর সময় দ্রুত গতিতে বার্জের ক্লাম লাইন ভেঙে পানিতে পড়ে। হুক লাগানো থাকায় সম্পূর্ণ পানিতে ডুবে যায়নি। দেওয়ানগঞ্জ রেলওয়ে ষ্টেশনের ফরমেন জানান, ঘাটের ইয়াড লাইনের গ্রেডিশেয়ন না থাকার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আগেই লিখিত জানানো হয়েছিলো। স্টেশনমাস্টার রফিক জানান, মেরিনের কর্মীরা টেপ পয়েন্ট অপারেশন না করার কারানো এ দুঘর্টনা ঘটেছে।