স্টাফ রিপোর্টার: ১৮ দলের হরতালের কারণে স্থগিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দু শিফটে (জোড় ও বিজোড়) ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসসহ প্রয়োজনীয় তথ্যাদি ভর্তিচ্ছুদের নিজ দায়িত্বে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd থেকে জেনে নিতে হবে।