জীবননগর ব্যুরো: মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে ঢাকা অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন জীবননগর উপজেলা মেদিনীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে রানাকে দেখতে গতকাল বুধবার অ্যাপোলো হাসপাতালে যান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর।
এমপি আলী আজগার টগর এ সময় অ্যাপোলো হাসপাতালের আইসিইউতে ভর্তি রানার শারীরিক খোঁজখবর নেন এবং তাকে উন্নত চিকিৎসাসেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে অনুরোধ করেন। এ সময় সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি মেম্বার জাকির হোসেন বিশ্বাস উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে জীবননগর-চ্যাংখালী সড়কের তেলিখালী ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মারাত্মক আহত হয় রানা।