হাটবোয়ালিয়া প্রতিনিধি: লাইসেন্স ছাড়া জ্বালানী তেল ও গমবীজ বিক্রির অপরাধে গতকাল বুধবার আলমডাঙ্গা ভাংবাড়িয়া বাজারের সারের ডিলার সাঈদ হাসান শাফির ‘হাসান ট্রেডার্সে’ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট এডিসি আনজুমান আরা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মখলেছুর রহমান ভাংবাড়িয়া বাজারে বিসিআইসির সারের দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনা লাইসেন্সে ডিজেল ও গমের বীজ বিক্রি করার অপরাধে হাসান ট্রেডার্সে নগদ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন।