মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোকতার হোসেনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারে বীজ ও তেলের দোকনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে ওই আদালতে সঠিক কাগজপত্র না থাকায় বীজব্যবসায়ী আজিমদ্দির দোকানে এক হাজার টাকা, তেলার তেলের দোকানে ৫শ’ টাকা, হানিফ বীজ ভাণ্ডারে ২শ’ টাকা, ক্যামেরনের তেল ও বীজের দোকানে ৫শ, বল্লভপুর বীজ ভাণ্ডারে ৫শ’ টাকা মোট ২ হাজার ৭শ’ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মুজিবনগর থানা পুলিশ ও উপজেলা সহকারী কৃষি অফিসার।