মাধুরীর সমালোচনায় বিদ্যা

 

মাথাভাঙ্গা মনিটর: সম্প্রতি একটি কাণ্ড ঘটিয়ে আবারও আলোচনায় চলে এসেছেন বিদ্যা বালান। নতুন একটি রিমেক ছবিতে মাধুরীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে বলিউড পাড়ায়। প্রিয়দর্শন ‘তেজাব’ ছবির রিমেক তৈরি করছেন। এ ছবির প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন মাধুরী দীক্ষিত। ছবিটি ব্যাপক ব্যবসা সফলতা পেয়েছিলো। এ ছবিতে মাধুরীর পারফর্ম করা ‘এক দো তিন’ গানটি জনপ্রিয়তাও পেয়েছিলো অনেক। সম্প্রতি ‘তেজাব’ ছবিটির রিমেক তৈরির অনুমতি নিয়েছেন প্রিয়দর্শন। আর তাতে মাধুরীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব করা হয়েছিলো বিদ্যা বালানকে। কিন্তু তাতে রাজি হননি তিনি।  ফিরিয়ে দিয়েছেন এ ছবিতে অভিনয়ের প্রস্তাব। বরং মাধুরীর সমালোচনা করেছেন তিনি। মিডিয়াকে সাফ জানিয়ে দিয়েছেন মাধুরীর চরিত্রে অভিনয় করতে চান না তিনি। লিজেন্ডারি কোনো অভিনেত্রী হলে সেটা করতেন বলেও জানিয়েছেন তিনি। এ বিষয়ে বিদ্যা বালান আরও বলেন, ‘তেজাব’ ছবিটি আমি দেখেছি।