স্টাফ রিপোর্টার: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন বিএনপি সর্বদলীয় সরকারে এলে তাদের ১০ থেকে ১২টি মন্ত্রণালয় দেয়া হবে। গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন, জাতীয় পার্টিকে ছয় থেকে সাতটি মন্ত্রিত্ব দেয়া হয়েছে। প্রয়োজনে বিএনপিকে ১০ থেকে ১২টি দেয়া হবে। তারা কয়টা চায় দেখি, আমরা অপেক্ষা করছি। আশা করি তারা যৌক্তিক জায়গা থেকেই চাইবেন। বিএনপির তৃণমূল নেতাকর্মীরা নির্বাচনমুখি উল্লেখ করে যোগাযোগমন্ত্রী বলেন, এ অবস্থায় তারা (বিএনপি) নির্বাচনে না এলে ক্ষতি হবে তাদেরই। বিএনপিকে নির্বাচনমুখি করার জন্য সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। তারা এলে ষোলকলা পূর্ণ হবে। আজকের মধ্যেই নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের মন্ত্রিসভার সদস্যদের দফতর বন্টন করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। গত সোমবার নির্বাচনকালীন সরকার পরিচালনার জন্য গঠিত সর্বদলীয় মন্ত্রিসভায় নতুন ছয় মন্ত্রী ও দু প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন।