মেহেরপুর থানায় মামলা দায়ের : আটক ৩ যুবককে জেলহাজতে প্রেরণ
মেহেরপুর অফিস: গতকাল মঙ্গলবার ভোরে মেহেরপুর সদর থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভূক্ত ৩ আসামিকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। আটক ৩ যুবক শহরের বোসপাড়ার আসকার আলীর ছেলে বাদী হাসানের দায়ের করা মামলার আসামি।
পুলিশ জানায়, গতকাল ভোরের মেহেরপুর শহরের বেড়পাড়ার মহসিনের ছেলে রাসেল খান লিংক (২০), ফৌজদারীপাড়ার সঞ্জিব ঘোষের ছেলে আনন্দ (২২) ও নতুনপাড়ার মনিরুলের ছেলে কালুকে (২৩) বাড়ি থেকে আটক করে থানায় নেয়া হয়। গতকালই তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত বোরবার শহরের বোসপাড়ার আসকার আলীর ছেলে হাসান আটক ৩ জনসহ মোট ১০ জনকে আসামি করে মেহেরপুর সদর থানায় একটি এজহার দায়ের করেন।
উল্লেখ্য, গত রোববার মেহেরপুর শহরের ফেনসিডিল খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, বাড়িতে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই হামলায় উভয় পক্ষের ইদ্রিস, ফনি ও হাসান নামের ৩ যুবক আহত হয়।