দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেলো ‘টেলিভিশন’

 

স্টাফ রিপোর্টার: ১৯তম কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পেলো বাংলাদেশের ‘টেলিভিশন’ ছবিটি। বাংলাদেশের তরুণ পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত এ ছবিটি এবারের কোলকাতা চলচ্চিত্র উৎসবে বিশেষভাবে আলোচিত হয়েছে। ছবিটি উৎসবের দক্ষিণ এশিয়া বিভাগে মনোনীত হয়েছিলো। বাংলাদেশের ছবিটি ছাড়াও এ বিভাগে আফগানিস্তান, তাজিকিস্তান, ভুটান, ইরান, ইরাক,  ভারত ও পাকিস্তানের মোট ৯টি ছবি দ্য নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অফ এশিয়ান সিনেমা (নেটপ্যাক) পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলো। শেষ পর্যন্ত ‘নেটপ্যাক’ পুরস্কার পেয়েছে ‘টেলিভিশন’ ছবিটি।  নিউ ওয়েভ আন্দোলনের অন্যতম সংগঠন ছবিয়ালের তৈরি এ ছবিটিতে ধর্মান্ধতার সাথে আধুনিকতার দ্বন্দ্বকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন শহির কাজী হুদা, চঞ্চল চৌধুরী, নুসরত ইমরোজ তিশা, মোশাররফ করিম প্রমুখ। গত রোববার সায়েন্স সিটি অডিটোরিয়ামে কোলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে এ পুরস্কারের কথা ঘোষণা করা হয়। ওইদিন উৎসবের সমাপ্তি অনুষ্ঠানকেও নন্দনের মধ্যে  আটকে না রেখে আরও বড় পরিসরে নিয়ে আসা হয়।