মোমিনপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে চন্দ্রাবতী ইন্দারার সামনে একটি ট্রাক দুর্ঘটনার শিকার হয়। বিপরীতমুখী অবৈধযান আলমসাধুর সাইড দিতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। দুর্ঘটনার কারণে ওই সড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
জানা গেছে, চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের বোয়ালমারী গ্রামের নিকটবর্তী আলোচিত চন্দ্রাবতী ইন্দ্রারার সামনে গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে খৈলভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে পড়ে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা খৈলভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো ট ১১-২১৭৩) দ্রুতগতিতে আসার পথে বিপরীত দিক থেকে বেপরোয়াবেগে ধেয়ে আসা আলমসাধুর সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের ওপর উল্টে পড়ে যায়। দুর্ঘটনায় হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ট্রাকের চালক পার্শ্ববর্তী খুদিয়াখালী গ্রামের কুরবান পালিয়ে গেছে। সড়ক জুড়ে দুর্ঘটনার কারণে ট্রাকটি সড়কের ওপর পড়ে থাকায় ওই সড়কে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম দুর্ভোগের শিকার হন যাত্রী সাধারণ। দুর্ঘটনার খবর পেয়ে সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানার এসআই খলিলুর রহমান ও এএসআই তকিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে ছুটে আসেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাকটি সড়ক থেকে ওঠানোর পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।