আলমডাঙ্গা ব্যুরো: প্রায় এক বছরেরও বেশি সময় পূর্বে নিয়োগ পেয়েও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যানের ড্রাইভার হিসেবে যোগদান করতে পারেননি হামিদুল ইসলাম। পরীক্ষায় প্রথম হওয়ার পরও উপজেলা চেয়ারম্যান ডা. মুহাম্মদ হুমায়ূন কবীর গায়ের জোরে নিয়োগ দেননি।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান ডা. মুহাম্মদ হুমায়ূন কবীর তার নিজের গাড়ি চালানোর জন্য সরকারিভাবে ড্রাইভার পদে নিয়োগ দেয়ার জন্য পত্রিকায় বিজ্ঞাপন প্রচার করেন। আলমডাঙ্গার জালাল ড্রাইভারের ছেলে হামিদুল ইসলাম দরখাস্ত করেন। পরীক্ষায় হামিদুল ইসলাম প্রথম হন। ১বছর ১মাস ১৮দিন পার হওয়ার পরও উপজেলা চেয়ারম্যান তাকে নিয়োগ না দিয়ে তার এক আত্মীয়কে গাড়ি চালানোর চাকরিটি দেন। এ কারণে হামিদুল মামলা করেন। এ দুর্নীতির কারণে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় গত ৭ নভেম্বর উপজেলা চেয়ারম্যান ডা. মুহাম্মদ হুমায়ূন কবীরকে সাময়িক বরখাস্ত করে। ওই আদেশে উপজেলা ভাইস চেয়ারম্যানকে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়। ওই আদেশে দেলোয়ার হোসেনকে ড্রাইভার নিয়োগের দায়িত্ব দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৬ নভেম্বর হামিদুল ইসলামকে নিয়োগ দেয়া হয়। গত ১৭ নভেম্বর হামিদুল ড্রাইভার পদে যোগদান করেন।