মাথাভাঙ্গা মনিটর: সার্জিও আগুয়েরোর জোড়া গোলে প্রীতি ম্যাচে বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। গত শনিবার দলের মূল ভরসা লিওনেল মেসির অনুপস্থিতিতে নিউ জার্সিতে ইকুয়েডরের সাথে গোলশূন্য ড্র করেছিলো দু বারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এবার চোটের ছয় থেকে আট সপ্তার জন্য মাঠের বাইরে চলে যাওয়া বার্সেলোনা তারকার অনুপস্থিতি বুঝতে দেননি ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো। মেসির ১০ নম্বর জার্সি পড়েই খেলতে নেমেছিলেন তিনি।
গত সোমবার মিজোরির সেন্ট লুইসে ম্যাচের ১৫ মিনিটে আগুয়েরোর পাস থেকে রবের্তো পালাসিও বল বাড়ান ডি বক্সের মাঝে দাঁড়ানো ডিফেন্ডার পাবলো সাবালেতার পায়ে। বল পায়ে বসনিয়ার দু ডিফেন্ডারকে কাটিয়ে গোলমুখে ছুটে যান ইন্টার মিলানের স্ট্রাইকার পালাসিও। গোলরক্ষক আসমির বেজোভিচ তাকে রুখে দিলেও বল চলে যায় আগুয়েরোর কাছে, যা থেকে গোল করতে ভুল করেননি তিনি। ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করে আর্জেন্টিনা। ডি বক্সের মাঝে দুর্দান্ত গতিতে ঢুকে পড়া আগুয়েরোকে লম্বা পাস দেন মিডফিল্ডার ম্যাক্সি রদ্রিগেজ। বাঁ-পায়ের জোরালো ভলিতে লক্ষ্যভেদ করেন আগুয়েরো। হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন ২৫ বছর বয়সী আগুয়েরো। কিন্তু ৭৫ মিনিটে সহজ একটা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন, ক্রসবারের উপর দিয়ে বল পাঠান গ্যালারিতে। ১৯৯২ সালে স্বাধীনতা পাওয়ার পর দুর্দান্ত খেলে এবারই প্রথম বিশ্বকাপের টিকেট পেয়েছে বসনিয়া। আর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের শীর্ষে থেকে ব্রাজিল বিশ্বকাপে গিয়েছে আর্জেন্টিনা।